Alumni Association of Varendra University (AAVU)

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

Published: Monday, 07 October 2024

গত ৭ অক্টোবর ২০২৪ (সোমবার) সকাল ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে -এর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি র্বোডের মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি র্বোডের সম্মানিত কোষাধ্যক্ষ মো. জহুরুল আলম, ট্রাস্টি র্বোডের অন্যতম সদস্য মোহাম্মদ আলী দ্বীন।

আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর উদ্বোধন ঘোষনা করেন এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত কোষাধ্যক্ষ ও সদস্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইট ও সদস্য হওয়ার অনলাইন পোর্টালের উদ্বোধন এবং কেক কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাসনিয়া হুসনে আফরিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন কমিটি পেশ করেন। পরে অ্যাসোসিয়েশনের অগানাইজিং সেক্রেটারি(আইটি) ফরিদুজ্জামান খান তার বক্তব্যে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম ও এর উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত করেন।তিনি বলেন, ‘আমরা একটি জব নেটওয়ার্ক তৈরি করছি, যার মাধ্যমে অ্যাসোসিয়েশনের জব মার্কেটের সাথে সমঝোতার ভিত্তিতে অ্যালামনাইদের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সহজতর করার লক্ষ্যে কাজ করবে এবং আপডেট ডাটাবেজ শেয়ার করবে। এ জব নেটওয়ার্ক এমপ্লয়ারদের চাহিদা অনুযায়ী অ্যালামনাইদের সফট স্কীল তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার ও ইনোভেশন হাবের সক্রিয় সহযোগিতায় নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।' তিনি অ্যাসোসিয়েশনের প্রথম সদস্য ও অ্যাডভাইসরি কমিটির প্রধান হিসেবে মাননীয় চেয়ারম্যান হাফিজুর রহমান খানের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সাবরিয়ার কবির।

অনুষ্ঠানের পরবর্তী অংশে মাননীয় চেয়ারম্যান ভার্চুয়ালী যুক্ত থেকে তিনি তার বক্তব্যে বলেন,‘একটি বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করে সেই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হল, এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শক্তিশালী হওয়ার পাশাপাশি সামাজিক নানা কাজে ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করবে, অ্যালামনাই সদস্য ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং শিক্ষার্থীদের ক্যায়িয়ার গড়তে সাহায্য করবে।

তিনি তার বক্তব্যের শেষাংশে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সদস্য হিসেবে দশ লক্ষ টাকা প্রদান করার ঘোষনা দেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের শুভকামনা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন ওয়েবসাইট alumni.vu.edu.bd ব্রাউজ করে Become a proud VUian button এ click করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েটদের খুব সহজে সদস্য হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।